এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

সারা রাত স্কুলে আটকে ক্লাস টেনের ছাত্রী ! অবশেষে উদ্ধার লালবাগের স্কুল থেকে

Published on: July 3, 2022

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ শনিবার থেকে স্কুলের তিন তলার ঘরে আটকে থাকল ক্লাস টেনের ছাত্রী। মুর্শিদাবাদ লালবাগ এমসিসি গার্লস হাইস্কুলের Murshidabad Lalbag MCC Girls High School ওই ছাত্রীকে উদ্ধার করে হয়েছে স্কুলের তিন তলা থেকে। শনিবার থেকে সেখানেই আটকে ছিল ওই ছাত্রী। সন্ধ্যার পর রাজমিস্ত্রিরা কাজ থেকে বাড়ি যাওয়ার সময় ওই ছাত্রীকে দেখতে পান। খবর দেওয়া হয় স্কুল কতৃপক্ষকে। স্কুল কতৃপক্ষ এসে উদ্ধার করে ওই ছাত্রীকে। খবর দেওয়া হয় বাড়িতেও।
মুর্শিদাবাদ Murshidabad পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই ছাত্রী শনিবার সকালে স্কুলে পরীক্ষা দিতে এসেছিল। তারপরে আর ফেরেনি বাড়ি। থানায় নিখোঁজ ডায়রিও করেছিল পরিবার।
ছাত্রীর বাবা জানান, স্কুলেও মেয়েকে খুঁজতে এসেছিলেন তিনি। তবে তিন তলায় পরীক্ষা হয় নি বলে, তিন তলায় খুঁজতেও যান নি তিনি। এদিন মেয়েকে উদ্ধার করা হয়

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now