এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

সামাজিক দূরত্ব না মানাই কি নিয়ম ? তুঙ্গে রাজনৈতিক তরজা

Published on: August 15, 2020

নিজস্ব প্রতিবেদনঃ করোনা অতিমারি থেকে বাঁচতে একমাত্র পথ সামাজিক দূরত্ব বজায় রাখা, সচেতন থাকা, স্বাস্থ্য বিধি মেনে চলা। অথচ যার কোন উদাহরণই চোখে পড়ছে না চারপাশে। মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে উঠে আসছে অসচেতনতার ছবি। প্রায় রোজই কোন না কোন ক্ষেত্রে চূড়ান্ত দায়ত্বজ্ঞ্যানহীনতার ছবি উঠে আসছে ভুরি ভুরি। উদ্বেগজনক করোনা পরিস্থিতিতে মুর্শিদাবাদ জেলায় যেখানে দিন দিন লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বাড়ছে রেকর্ড হারে, সেখানে সামাজিক দূরত্ব বিধি উধাও হয়ে যাচ্ছে। তা সে বাস স্ট্যান্ড হোক, পথ ঘাট হোক, কিংবা রাজনৈতিক দলের সভা সমাবেশ কিংবা প্রয়াত নেতার শেষকৃত্যে। কোথাও কোন দূরত্ব বিধি মানা হচ্ছে না, দূরত্ব বিধি না মানাই যেন নিয়ম হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাহলে- আম জনতারই কি শুধু দায় সামাজিক দূরত্ব বিধি মানার? রাজনৈতিক দল গুলি কি এই নিয়মের বাইরে? কি বার্তা উঠে আসছে সমাজে? যা নিয়ে আম জনতার প্রতিক্রিয়া আমরা শুনেছিলাম, এবার আমরা শুনব খোদ রাজনৈতিক ব্যক্তিত্বদের কি মত?
কংগ্রেস নেতার দাবি, সামাজিক দায়বদ্ধতা আছে বলেই তারা স্বাস্থ্য বিধি মানছেন, এবং শাসক দলের সেই দায়বদ্ধতা নেই বলেই তারা স্বাস্থ্য বিধি ভাঙছে।

তৃনমূলের পাল্টা কটাক্ষ, অধীর চৌধুরীর সাথে জনগণের দূরত্ব তৈরি হয়েছে পাঁচ সাত মাইল। আগামী নির্বাচনে তৃনমূলের জয় নিশ্চিত।

বিভিন্ন রাজনৈতিক দল একে ওপরের দিকে অভিযোগের আঙুল তুলছেন। যা নিয়ে রাজনৈতিক তরজাও অব্যাহত। তবে আশংকা থাকছেই, এভাবে অসচেতনতার নজির স্থাপন হতে থাকলে, করোনা পরিস্থিতিকে আয়ত্তে আনা যাবে তো?

স্পেশ্যাল রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now