সামাজিক দূরত্ব ইস্যুতে রাজনৈতিক দলের তরজা চরমে

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ মুর্শিদাবাদ জেলায় বেড়ে চলেছে করোনা সংক্রমণ, আর সেই সংক্রমণের ভয়কে পাত্তা না দিয়েই রোজই কোন না কোন জায়গায় চলছে রাজনৈতিক দলের সভা সমাবেশ। যা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, সামাজিক দূরত্ব মানা, মাস্ক পরা- এই সব করোনা বিধি কি সর্ব সাধারনের জন্য?
সমালোচনার ঝড় উঠেছে চারিদিকে। সেই তর্ক বিতর্ক আবার মাথা চারা দিয়ে উঠেছে সম্প্রতি রঘুনাথগঞ্জে শাসক দলের যোগদান সভাকে ঘিরে। ১৬ ই অগাস্ট রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্রিক যোগদান সভা অনুষ্ঠিত হয় জোতকমলে রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামানের নেতৃত্বে। আর সেই সভাকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিরোধীরা প্রশ্ন তুলেছেন, করোনা আবহে কোনরকম সামাজিক দূরত্ব না মেনে জমায়েতের অনুমতি কি শুধু শাসক দলের জন্য? সোমবার জঙ্গিপুরে বিজেপি কার্যালয়ে বিজেপি উত্তর সাংগঠনিক মুর্শিদাবাদ জেলা সহ সভাপতি গৌর সিংহ রায় এক সাংবাদিক বৈঠক ডাকেন, সেখানে তিনি দাবি করেন, করোনা বিধি মানা হচ্ছে না, অন্যদিকে শাসক দলের গোষ্ঠী কোন্দলকে চাপা দিতেই বিজেপি কর্মীদের তৃনমূলে যোগদান- এই মিথ্যা প্রচার করা হচ্ছে। একই অভিযোগে এদিন সাংবাদিক বৈঠক করেন সিপিআইএম নেতা সোমনাথ সিংহ রায়। তাঁর প্রশ্ন শাসক তৃনমূল দলের একটার পর একটা জমায়েত হচ্ছে কি করে? বিজেপি এবং সিপিআইএম এর এই অভিযোগকে পাত্তা দিতে নারাজ তৃনমূল বিধায়ক আখরুজ্জামান। সামাজিক দূরত্ব না মানার প্রশ্ন উড়িয়ে তাঁর দাবি- সামাজিক দূরত্ব মেনেই সভা হয়েছে। সামাজিক দূরত্ব ইস্যুতে জঙ্গিপুরের রাজনীতি সরগরম। আগামী দিনে সাধারন মানুষকে সচেতন থাকার বার্তা দিয়ে করোনা থেকে সতর্ক থাকার বার্তা দিয়ে- রাজনীতির মঞ্চে কি ছবি উঠে আসে-সেটাই এখন দেখার বিষয়।