এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

সামসেরগঞ্জ, জঙ্গিপুরে ভোট প্রচারে নেই অধীর, সিদ্ধান্ত ছাড়লেন কংগ্রেস কর্মীদের উপর Election

Published on: September 10, 2021

মুর্শিদাবাদের দুই আসনে ভোট প্রচারে যাবেন না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শুক্রবার সাংবাদিক সম্মেলনে অধীর বলেন ভোট প্রচারে যাওয়ার কথা নেই , তাঁকে কেউ বলেনও নি। এরপরেই অধীর বলেন, “ভোট প্রচারে যাওয়ার ইচ্ছাও আমার নেই” । অধীর বলেন, ”  নিজেদের প্রার্থী জন্য যেতে পারছি না সেখানে আর মানসিক ভাবে ভোট প্রচারে যাওয়ার ইচ্ছাও আমার নেই” ।

এই আসনে নির্বাচনে লড়তে নারাজ হয়েছে কংগ্রেস প্রার্থী জৈদুর রহমান।  সামসেরগঞ্জ এবং জঙ্গিপুরে নির্বাচন ৩০ সেপ্টেম্বর। দুই আসনে প্রার্থী দিয়েছে বামেরা।

সেখানে কংগ্রেস কর্মীরা কাকে ভোট দেবেন সেই উত্তরও স্পষ্ট করেন নি অধী। অধীর জানান, স্থানীয় ভাবে সিদ্ধান্ত নেবেন কংগ্রেস কর্মীরা। অধীর বলেন ” কংগ্রেস কর্মীরা নিশ্চয় জানে  ভবানীপুরে আমরা প্রার্থী
দিইনি, তারা সেখানে কি করবে না করবে সেটা তাদের স্থানীয় ভাবে সিদ্ধান্ত নেবে”।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now