
মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ০৩ মেঃ করোনা আবহে স্থগিত হয়ে গেল সামসেরগঞ্জ এবং জঙ্গিপুর কেন্দ্রের নির্বাচন।
এই দুই বিধানসভা আসনে দুই প্রার্থীর মৃত্যু ঘটে করোনায়। এর পরেই ভোট পিছিয়ে যায়। নির্বাচন হওয়ার কথা ছিল ১৬ই মে।
করোনার কারণে অতিমারি, লকডাউন এবং বিধি নিষেধের কারণেই ভোট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। সোমবার প্রেস নোটের মাধ্যম এই কথা জানানো হয়।

এই দুই কেন্দ্রের আর বলবত থাকছে না নির্বচনী আদর্শ আচরণবিধিও।















