সামসেরগঞ্জে সিপিএম কর্মীর বাড়িতে বোমাবাজি , অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Published By: Madhyabanga News | Published On:

ভোটের আগে উত্তপ্ত সামসেরগঞ্জে।  নির্বাচন ঘিরে  তৃণমূল কংগ্রেসের  বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনল সিপিআই(এম)। অভিযোগ, বৃহস্পতিবার রাত এগারটা নাগাদ  নামু চাচণ্ড গ্রামে বামকর্মী  মোজাফফর হোসেনের বাড়ির ছাদে বোমাবাজি হয় ।  অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে।

বাম যুব সংগঠনের কর্মী মোজাফফর জানান, রাত্রে বাড়িতে ঘুমতে যাওয়ার প্রস্তুতিতি নিচ্ছিলেন, সেই সময় বোমার শব্দ শোনা যায়। বুঝতে পারেন তার বাড়ির ছাদেই বোমা মারা হয়। বাগানের দিক থেকে পালিয়ে যায় দুইজন। মোজাফফরের দাবি, নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীর হয়ে ভোট প্রচার করছেন তিনি। ভয় দেখাতেই হামলা করেছে তৃণমূল কংগ্রেস।

এদিন সকালেই ওই বাম কর্মীর বাড়ি পৌঁছান সামসেরগঞ্জের সিপিআই(এম) প্রার্থী মোদাশ্বের হোসেন। এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন তিনি। মোদাশ্বের বলেন, “ তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে বলেই বাম কর্মীদের ভয় দেখাতে বোমা মারা হয়েছে। তৃণমূলের আশ্রিতরাই এই ঘটনা ঘটিয়েছে” ।

গ্রামের মধ্যে বাড়ির ছাদে বোম মারার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকাতেও। ঘটনায় এখনও তৃণমূলের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি।