সামসেরগঞ্জে প্রার্থী ছাড়াই ‘হাতে’ ভোট কংগ্রেসের ?

Published By: Madhyabanga News | Published On:

 

সামসেরগঞ্জে ভোট ৩০ শে, কিন্তু ভোট দেবেন কোথায় ? এখনও প্রশ্নের উত্তর খুঁজছেন সামসেরগঞ্জের কংগ্রেস কর্মীরা। এর মাঝেই নতুন বিতর্ক । স্থানীয় কংগ্রেস নেতৃত্বের দাবি, ভোত হবে দলের প্রতীকেই। রবিবারের বৈঠকের পর এখনও এই  কেন্দ্রের কংগ্রেস প্রার্থী জৈদুর রহমান নিজের সিদ্ধান্ত জানান নি।

প্রার্থী রাজি হোন বা না হোন, কংগ্রেসের প্রতীক সামনে রেখেই লড়বেন সামসেরগঞ্জের কংগ্রেস কর্মীরা এর মাঝেই  জানিয়েছেন   সামসেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি সইদুল  ইসলাম।

স্থানীয় কংগ্রেস নেতৃত্বের অভিমত একালায় যথেষ্ট শক্তিশালী কংগ্রেস। কিন্তু প্রার্থী বেঁকে বসায় মুখ পুড়েছে নেতাদের। চরম অস্বস্তিতে কংগ্রেস নেতৃত্ব। অস্বস্তির মধ্যেই কংগ্রেসের এই ঘোষণায় অবাক কর্মীদের একাংশও।

তবে স্থানীয় নেতৃত্বের সিদ্ধান্ত যে দলে চূড়ান্ত অনুমোদন পাবে তা নিশ্চিত করছেন না জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস। নতুন করে ভোট ঘোষণা হতেই কংগ্রেস প্রার্থী জানিয়েছিলেন তিনি লড়ছেন না। পরে আবার সুর নরম করে প্রার্থী। আলোচনা করেন এলাকার কংগ্রেস নেতাদের সাথেও। কিন্তু এখনও নিজের সিদ্ধান্ত জানান নি তিনি।

কংগ্রেসের ভোট বামেদের দিকে যাবে বলেই অবশ্য এখনও আশাবাদী সিপিআই(এম) নেতৃত্ব। বিষয়কে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস।