এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

সামসেরগঞ্জে পুকুরে ভেসে উঠছে মুখ, একটা হাত ! টেনে আনতেই চমকে উঠলেন সকলে Samserganj News

Published on: July 16, 2022

মাসুদ আলিঃ সাত সকালে সামসেরগঞ্জে পুকুরে ভেসে উঠল এক ব্যক্তির দেহ। শনিবার সকাল সকাল ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার দক্ষিণ অন্তরদীপা টালির ভাটা সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, উদ্ধার হওয়া মৃত ওই ব্যক্তির নাম আলমগীর শেখ। বয়স আনুমানিক ৪০ বছর। সকালে স্থানীয়রা দেখে, পুকুরের মাঝে কিছু একটা ভেসে উঠছে। দেখা যায় ওই ব্যক্তির মুখ ও একটি হাত,। দেহ টেনে আনা হয় পুকুরের পাড়ে। সামসেরগঞ্জ থানার দক্ষিণ অন্তরদীপা গ্রামেই বাড়ি আলম শেখের । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সামসেরগঞ্জ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now