সামসেরগঞ্জে তৈরি হচ্ছিল ভুয়া SIM কার্ড ! – Fake Sim Card Network

Published By: Madhyabanga News | Published On:

জাল আধার কাণ্ডের পর এবার ভুয়ো সিম (Sim)  কার্ড তৈরির চক্রের  হদিশ মুর্শিদাবাদে  । মুর্শিদাবাদের সামসেরগঞ্জে ফাঁস হল  সিমকার্ড জালিয়াতির চক্র । গোপন সুত্রে খবর পেয়ে হাউসনগর বাজারে বিশেষ অভিযান চালায় সামসেরগঞ্জ থানা। জানা যায়, সেখান থেকেই তৈরি হচ্ছিল নকল সিম কার্ড Sim Card  ।

পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটি স্ক্যানার, একটি বায়োমেট্রিক স্ক্যানার, ছটি মোবাইল ফোন, একটি ক্যামেরা। বছর ৩১ এর মোক্তার হাসান নামে সামসেরগঞ্জের হাউসনগরের এক বাসিন্দাকে আটক করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদে সামনে আসে বহু তথ্য। ধৃত ঐ যুবক স্বীকার করে সে ভুয়ো  সিম কার্ড তৈরি করত সে। জানা যায়, কৌশল বশে জাল আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরি করে জাল সিম কার্ড এর কারবার চলত। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সমস্ত জাল সিম কার্ড নিষ্ক্রিয় করার জন্য মোবাইল সার্ভিস প্রোভাইডারদের ডাকা হয়। ধৃতকে সাত দিনের পুলিসি রিম্যান্ড চেয়ে কোর্টে পাঠানো হয়। তদন্ত চলছে, জানান জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার ওয়াই রঘুভংশী। প্রশ্ন উঠছে কোথায় যেত এই সিম কার্ডগুলি ?