ইমাজিন ডেস্কঃ১৪ নভেম্বরঃ শনিবার সাত সকালে দুর্ঘটনা সামসেরগঞ্জে। ট্রাকের সাথে বাইকের ধাক্কায় প্রাণ হারালেন বাইক আরোহী । শনিবার সকালে দুর্ঘটনা ঘটল সামসেরগঞ্জের আকুড়া ব্রিজের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর। মৃতের নাম আলম সেখ, বয়স ২৬ বছর। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। জানা যায়, বল্লালপুর থেকে ডাকবাংলা বাসস্ট্যান্ড এসে সেখান থেকে বাড়ি ফিরছিলেন ঐ যুবক। কিন্তু পথেই ঘটে দুর্ঘটনা। ঘটনাস্থলে পুলিশ এবং স্থানীয় এক ভ্যান চালক উদ্ধার করে তারাপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে আসে মৃতের স্ত্রী, আত্মীয়রা। সন্তান কোলে কান্নায় ভেঙে পরেন স্ত্রী। শোকের ছায়া নেমে আসে পরিবার জুড়ে।
সামসেরগঞ্জে ট্রাকের প্রাণ গেল ইলেক্ট্রিশিয়ানের
Published on: November 14, 2020















