
মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২১ এপ্রিলঃ সামসেরগঞ্জে কংগ্রেস প্রার্থী হচ্ছেন প্রয়াত রেজাউল হকের স্ত্রী রোকেয়া খাতুন। বুধবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রোকেয়া খাতুনের নাম ঘোষনা হয়।
বিবৃতিতে জানানো হয় এই কেন্দ্রের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী হচ্ছেন তিনি। যদিও এই কেন্দ্রে আলদা ভাবে লড়াই করছে সিপিআই(এম)।
১৫ এপ্রিল এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রেজাউল হক করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। কংগ্রেস প্রার্থী রেজাউল হকের মৃত্যুর কারণে পিছিলে গিয়েছে ভোট। কংগ্রেস প্রার্থীর মনোনয়ন জমার পর ১৩ মে নির্বাচন হবে এই কেন্দ্রে।
২৬ এপ্রিল কংগ্রেস প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ।

তবে নির্বাচনের দিন নিয়েও আপত্তি আছে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের।















