সামসেরগঞ্জের পুঠিমারী ব্রিজের রাস্তায় ধস নেমে বিপত্তি

Published By: Madhyabanga News | Published On:

Madhyabanga News:মুর্শিদাবাদের সামসেরগঞ্জের চাঁদপুর ফিডার ক্যানেলের ওপর পুঠিমারী ব্রিজের রাস্তায় ধস নেমে বিপত্তি। মাত্র কয়েক মাস আগেই তৈরি হওয়া ১০৬ নম্বর রাজ্য সড়কের রাস্তায় নতুন করে ধস নামায় রীতিমতো ক্ষুব্ধ আমজনতা। দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে বেহাল অবস্থায় পরে থাকার পর রাস্তা নতুন করে তৈরির ছয় মাসও অতিবাহিত হয়নি। এর মধ্যেই এই হাল! যা নিয়ে প্রশ্ন উঠেছে।
রাস্তা দিয়ে যাতায়াত করতে আতঙ্কিত বোধ করছেন স্থানীয়রা। বিপদের ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত। দ্রুত মেরামতির দাবিও উঠছে।
উল্লেখ্য, সামসেরগঞ্জের ৩৪ নম্বর জাতীয় সড়ক হয়ে ডাকবাংলা থেকে ঝাড়খান্ডের দিকে চলে গিয়েছে ১০৬ নম্বর রাজ্য সড়ক। সামসেরগঞ্জ হয়ে ঝাড়খন্ড এবং বাংলার যোগাযোগের একমাত্র মাধ্যম এই রাস্তা। দীর্ঘ দিন থেকে জরাজীর্ণ অবস্থায় ছিল এক রাস্তা। ২০১৮ সালে ব্রিজের পশ্চিম পারে ধস নামে। তারপর থেকে দফায় দফায় রাস্তাটি সংস্কার করা হলেও স্থায়ী সমাধান হয়নি বলেই দাবি স্থানীয়দের।