“সামশেরগঞ্জে সন্ত্রাস করার চেষ্টা হচ্ছে”, ভোটের দিন বহরমপুরে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
অধীর বলেন, ” সামশেরগঞ্জে সন্ত্রাস করার চেষ্টা হচ্ছে বিশেষ করে ভাসাই পাইকড় এই সব এলাকায়। সামশেরগঞ্জে যেখানে এমএলএ সাহেবের বাড়ি সেই এলাকায় কয়েকশো পরিবার গ্রামছাড়া হয়ে আছে বহু দিন ধরে, সন্ত্রাস করার আপ্রাণ চেষ্টা চলছে। ঝাড়খণ্ড থেকে ভোটার ঢোকানোর চেষ্টা চলছে, সেখানে আমাদের কর্মীরা তাদের ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে”।
এদিন সকালেই অবশ্য তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলাম অভিযোগ করেছিলেন, রাত্রে গ্রামে গিয়ে সন্ত্রাস করেছে কংগ্রেস কর্মীরা। আটক করা হয় মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আনারুল হক ওরফে বিপ্লবকে । সেই অভিযোগ উড়িয়ে অধীরের দাবি, ” আমরা তৃণমূলকে আক্রমণ করছি, এটা খুব হাস্যকর। অভিযোগ করা ভালো কিন্তু হাস্যকর অভিযোগ করা ভালো না”।










