এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

সামশেরগঞ্জে বালকের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য

Published on: August 9, 2020

নিজস্ব প্রতিবেদনঃ সকাল থেকে নিখোঁজ থাকার পর সন্ধ্যায় রহস্যজনক ভাবে এক বালকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল সামশেরগঞ্জের ডাকবাংলা হাউস নগর এলাকায়। শনিবার সকাল ১১টা থেকে নিখোজ হয় বছর ৭ এর রাইহান মহলদার, পরিবারের লোকজন সারাদিন ধরে অনেক খোজাখুঁজি করলেও তাঁর সন্ধ্যান পাওয়া যায়নি। ঘটনায় সামশেরগঞ্জ থানার নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে। এদিন সন্ধ্যায় হাউস নগর কৃষি ফার্মের পাশে মাঠ থেকে উদ্ধার হয় রাইহান মহলদারের মৃতদেহ। ঘটনায় পরিবারের অভিযোগ রাইহান মলদারকে খুন করা হয়েছে। রাইহান মলদারের বাবা সুরজ মলদার কয়েকমাস আগে লটারিতে টাকা জেতে সেই টাকার ভাগবাটোয়ারা নিয়েই কয়েকজনের সাথে তাঁর বিবাদ চলছিল তাঁর জেরেই এই খুন বলে অনুমান পরিবারের। ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now