এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

সামশেরগঞ্জে উদ্ধার ৯ হাজার ইয়াবা ট্যাবলেট, গ্রেফতার চার যুবক

Published on: May 7, 2023

নিজস্ব সংবাদদাতা, জঙ্গিপুরঃ একলপ্তে ন’হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করলো সামসেরগঞ্জ থানার পুলিশ। নিষিদ্ধ এই মাদক সরবরাহের সঙ্গে যুক্ত চার যুবককেও পুলিশ গ্রেফতার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সামসেরগঞ্জের  চাঁদপুর ফিডার ক্যানেল এলাকায় শনিবার ফাঁদ পাতে। সেই ফাঁদে পা দেয় পাচারকারিরা। ওই দিন সন্ধ্যা সাতটা নাগাদ পুলিশ মহম্মদ ফারুক আহমেদ, মহম্মদ বেলালুদ্দিন, সলমন হোসেন তালুকদার ও আকবর শেখকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, ফারুক ও বেলালুদ্দিনের বাড়ি মণিপুরে, সলমন হোসেনের বাড়ি আসামে। ভিন রাজ্যের এই তিন মাদক পাচারকারি শনিবার মুর্শিদাবাদের সুতির বাসিন্দা আকবরকে ওই মাদক সরবরাহ করতে এসেছিল। এমনটাই দাবি করেন জেলা পুলিশ সুপার ভিজি সতীশ পশুমার্থী। এক সাংবাদিক সম্মেলনে রবিবার সকালে পুলিশ সুপার বলেন, “ ঝাড়খন্ডের পাকুড় থেকে সামসেরগঞ্জের ডাকবাংলো মোড়ে যাবে বলে সন্দেহভাজন কিছু ব্যক্তি চাঁদপুর ফিডার ক্যানেল এলাকায় ঘোরাফেরা করছে বলে খবর ছিল। সেই খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছিল। তখন সন্দেহজনক ওই ব্যক্তিদের জেরা করে পুলিশ এই নিষিদ্ধ মাদক উদ্ধার করে।” ধৃতদের হেফাজতে নিয়ে এই পাচারচক্রের গোঁড়ায় যেতে চাইছে পুলিশ। সেই কারণে রবিবার ধৃতদের জঙ্গিপুর আদালতে তোলা হলে ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের আর্জি জানায় পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now