এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

সাবস্ক্রিপশন ছাড়াই দুদিন নেটফ্লিক্স দেখার সুযোগ,কবে কিভাবে জেনে নিন

Published on: November 21, 2020

ইমাজিন ডেস্কঃ২১ নভেম্বরঃ সাবস্ক্রিপশন নিলে এক মাসের একটি ফ্রি ট্রায়াল দেয় নেটফ্লিক্স । কিন্তু তার জন্যেও পেমেন্ট ইনফর্মেশন দিতে হয়। অর্থাত্‍ এক মাস পেরিয়ে গেলে Netflix সরাসরি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে। কিন্তু এবার একেবারে বিনামূল্যে ,কোন সাবক্রিপশন ছাড়াই দুদিনের জন্য নেটফ্লিক্স দেখতে পাবেন ইউজাররা ।মস্প্রতি একটি StreamFest এর কথা ঘোষণা করেছে নেটফ্লিক্স। যার ফলে StreamFest চলাকালীন দুদিনের জন্য ইউজাররা Netflix এর যে কোন সিনেমা ও শো সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পারবেন। এর জন্য দর্শকদের শুধু নিজের নাম, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে। এর জন্য কোনো রকম পেমেন্ট ইনফর্মেশন লাগবে না। যদি আপনি আগে কখনো নেটফ্লিক্স ব্যবহার করে থাকেন তাহলে শুধু ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করলেই হবে। ৫ এবং ৬ ডিসেম্বর থাকছে এই সুযোগ। দু’দিন আপনি বিনামূল্যে দেখতে পাবেন পছন্দসই সিনেমা। তবে ফ্রি দর্শকের সংখ্যা সীমাবদ্ধ থাকতে পারে বলে জানা যাচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now