মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ চাষের জমি থেকে সাপ তাড়ানোর যন্ত্র বিতরণ করা হলো সাগরদীঘিতে কৃষকদের হাতে যন্ত্র তুলে দিল সাগরদীঘি ব্লক কৃষি দপ্তর। প্রতি বছরই জমিতে চাষের কাজ করতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হয় অনেক কৃষকের। আর এই কথা মাথায় রেখে আত্মা প্রকল্প থেকে কৃষকদের হাতে বিনামূল্যে সাপ তাড়ানোয় যন্ত্র তুলে দেওয়া হল। বুধবার সাগরদীঘি ব্লকের ১০ জন কৃষকের হাতে এই যন্ত্র তুলে দেওয়া হয়।
ব্লক সহ কৃষি আধিকর্তা দেবদালি চৌধুরী জানান, যন্ত্রটি পোর্টেবল। একটি অংশ মাটির নীচে পোঁতা থাকছে। ছোট একটি অংশ থাকবে মাটির উপরে। যন্ত্র থেকে আসা আলট্রাসোনিক তরঙ্গে পালাবে সাপ।
যন্ত্রটি সম্পূর্ণ সোলার সিস্টেমে তৈরী। আগামী দিনে কৃষকদের যাতে সাপের কামড়ে মৃত্যু না হয় সেই লক্ষ্যে এই উদ্যোগ। আগামী দিনে এই যন্ত্র সফল হলে অন্যান্য কৃষকরা এই যন্ত্র পাবেন বলেন জানান মহকুমা কৃষি আধিকারিক উত্তম কোনাই ।