সাপ্তাহিক লকডাউনের যৌক্তিকতা কতটা ? আম জনতা কি বলছেন ?

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে চলছে নানান গবেষণা। সাধারন মানুষকে ঘর বন্দি করে করোনা শৃঙ্খল ভাঙার চেষ্টা প্রশাসনের। কিন্তু এসবের পরেও আদৌ কি করোনার আতঙ্ক রয়েছে সাধারন মানুষের মনে। করোনা পরিস্থিতি উদ্বেগজনক হলেও তা দেখে বোঝার উপায় নেই। বোঝার উপায় নেই কতটা সচেতন ভাবে করোনাকে হারানোর লড়াই করছেন একাংশের মানুষ। আর এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন- করোনা মোকাবিলায় রাজ্যে সাপ্তাহিক লকডাউন শুরু হলেও তার আগের দিন ও পরের দিন ভিড় জমছে বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায়। পথে ঘাটে মানুষ বেরোচ্ছেন মাস্ক ছাড়ায়, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। ২৭ শে অগাস্ট আবারও টোটাল লকডাউন থাকবে রাজ্যে। তার আগের দিনেও একই উদাসীনতার ছবি। আর তাতেই অনেকেই বলছেন, এই লকডাউনের যৌক্তিকতা কতটা?

অনেকেই বলছেন, মানুষের জীবন যাত্রায় বদল আনা সম্ভব না, মানুষ সচেতন না হলে করার কিছুই নেই। একপক্ষের বাঁধা ওপর পক্ষের প্রশ্রয়ের অভাব রয়েছে।