সাপ্তাহিক না টানা লকডাউন- কি চাইছেন বহরমপুরবাসী ?

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদন: দিন দিন ভয়াবহ রুপ নিচ্ছে করোনা পরিস্থিতি। করোনা শৃঙ্খল ভাঙতে সাপ্তাহিক লকডাউন করেও তেমন কোন সুফল মিলছে না। মুর্শিদাবাদ জেলার ছবিটাও একই রকম। প্রতিদিনই রেকর্ড হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। উদ্বেগজনক পরিস্থিতি সদর শহর বহরমপুরের। ইতিমধ্যেই পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলায় নতুন করে শুরু হয়েছে ৭ দিনের লকডাউন। তাহলে কি সাপ্তাহিক লকডাউন এর বদলে টানা লকডাউন বেশি কার্যকর? বহরমপুর শহরের মানুষ কি বলছেন। শহরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে লকডাউন যেমন জরুরি- অন্যদিকে অনেক ক্ষেত্রেই
সমস্যায় পরছেন আম জনতা। ফলে- স্বাস্থ্য বিধি মেনে চলা, আতঙ্কিত না হয়ে সতর্ক ও সচেতন থাকাই যে সবচেয়ে জরুরি- তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।