সাত মাসের দুই সন্তান মায়ের সাথে জেলে ; স্বাধীনতার দিনে বন্দী নাটকের প্রেম

Published By: Madhyabanga News | Published On:

দুই কারাবন্দীর প্রেম। প্যারলে জন্ম দুই সন্তানেই। নাটকের মতো শোনালেও প্রেমের গল্পের মূল  সূত্র  নাটক; প্রেমের মূলে রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশ, রক্তকরবী আর জেল বন্দীদের দিয়ে নাটক করানো এক থিয়াটার কর্মী। রবিবার  নাটকের এই পর্ব শেষ হল বিষাদের টোনে। মায়ের সাথে জেল, অধুনা সংশোধনাগারে ফিরল তিন মাসের দুই সন্তান। রবিবার স্বাধীনতা দিবসে  বহরমপুর সংশোধনাগারের বাইরে বুদ্ধদেব বিদায় জানালেন দুই সন্তান আর স্ত্রীকে।

বুদ্ধদেব এবং  রুনা দুজনেই  যাবৎ জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামী  ।  জীবনের প্রায়  ২০  টা বছর কেটেছে  জেলেই  | এর মাঝেই তাঁদের জীবনে আসেন  নাট্যব্যাক্তিত্ব প্রদীপ ভট্টাচার্য। তাঁর  নির্দেশনায়  চলছিল বন্দীদের নিয়ে নাটক। এর মধ্যেই  প্রেমে আবদ্ধ হয় রুনা-বুদ্ধদেব  |  কোভিডের কারণে  প্যারল এ বাড়ি ফেরার অনুমতি পান দুজনেই  | প্রায় সাত মাস আগে   জন্ম হয় দুই সন্তানের |

কাটছিল হাসিখুশি দিন। তবে নাটকে এল বিষাদের পর্ব। ১৫ আগস্ট জেলে ফিরলেন রূনা, বুদ্ধদেব। দুজন দুই আলাদা সংশোধনাগারে। বুদ্ধদেব ফিরে গেলেন লালগোলা মুক্ত সংশোধনাগারে। দুই সন্তান, যারা যমজ তারা মায়ের সাথে এদিন এলেন বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে।

শিশুদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বাবা, মা। চিন্তিত নাট্যকার প্রদীপ ভট্টাচার্যও। কলকাতা, দিল্লির  একাধিক অনুষ্ঠানে নাটক করেছেন রুনা, বুদ্ধদেব সব বন্দীরা। জানাচ্ছেন, রক্তকরবী নাটকের সময়েই প্রেম হয় দুই জনের। পরিবারের মত নিয়ে প্যারলে  বিয়ে হয় দুইজনের।  যমজ সন্তানের দুই জনের নাম রেখেছেন  রবি আর ভানু । সুস্থ জীবন কাটানোর পর জেলে আসতে হচ্ছে দুই সন্তানকে। সরকারের কাছে প্রদীপ ভট্টাচার্যের আবেদন, সামাজিক পুনর্বাসন হোক রুনা, বুদ্ধদেবের। সুস্থ জীবন নিশ্চিত হোক   নিরপরাধ দুই শিশুর।