সাগরদীঘিতে বিপজ্জনক অবস্থা স্কুল বিন্ডিংয়ের এখানেই চলছে ক্লাস

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ দেওয়ালে বড় বড় ফাটল। তার পাশেই ব্ল্যাক বোর্ডে অঙ্ক করাচ্ছেন শিক্ষক। ঝুঁকি নিয়েই  চলছে স্কুলের  পঠন পাঠন । যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। এমনই বিপজ্জনক  ভাবে চলছে পড়াশোনা চলছে সাগরদিঘি ব্লকের ৬ নং পোপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ।

১৯৪২ সালে এই প্রাথমিক বিদ্যালয়টি তৈরি হয়। বর্তমানে প্রি পাইমারী থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ৩৫৫ ছাত্র-ছাত্রী পড়াশোনা করে এই স্কুলে। বর্ষার সময় স্কুলে ক্লাস নেওয়ার সমস্যায় পড়তে হয় শিক্ষকদের। বৃষ্টির জল পরে ক্লাসরুমে। অনেক সময় বাচচাদের ছুটিও দিয়ে দিতে হয় বলেই দাবি স্কুলের প্রধান  শিক্ষক মহম্মদ মোশারফ হোসেনের ।

শিক্ষকরা চাইছেন  অবিলম্বে সংস্কার করা হোক স্কুল বিল্ডিং।  এই স্কুলে বিল্ডিং নিয়ে খোঁজ নিয়ে দেখবেন বলে আশ্বাস দেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান।