এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

সাগরদীঘিতে পথ দুর্ঘটনায় মৃত্যু এক জনের

Published on: July 27, 2020

নিজস্ব প্রতিবেদনঃ ছেলের জন্য সাইকেল কিনতে বেরিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যাক্তির। নাম সাত্তার সেখ। সোমবার সাগরদীঘি বাজার সংলগ্ন রেল গেটের কাছে বালি বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ছেলে সাইকেলের জন্য বায়না ধরেছিলো তাই ছেলেকে সঙ্গে নিয়ে রতনপুর থেকে স্কুটি করে সাগরদীঘি বাজারে আসছিলেন সাইকেল কিনতে ৷ কিন্তু সাইকেল আর কেনা হলনা। সাগরদীঘি বাজার সংলগ্ন রেল গেটের কাছে বালি বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল এক ব্যাক্তির। নাম সাত্তার সেখ৷বাড়ি সাগরদীঘির বেলসান্ডা গ্রামে বর্তমানে রতনপুরে শ্বশুরবাড়িতে থাকতেন বলে জানা যায়। সাগরদীঘি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গীপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ঘাতক লড়িটিকে আটক করে পুলিশ যদিও চালক পলাতক।

সাগরদীঘিতে পথ দুর্ঘটনায় মৃত্যু এক জনের from IMAGIN CTv on Vimeo.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now