সাগরদিঘীতে ‘জল স্বপ্ন’, মিটবে পানীয় জলের সংকট Murshidabad Water

Published By: Madhyabanga News | Published On:

পানীয় জলের সমস্যা! সাথে আর্সেনিকের প্রকোপ- মুর্শিদাবাদ জেলার জলের সংকট বহুদিনের। সেই সমস্যা সমাধান হতে চলেছে ‘জল স্বপ্ন’ প্রকল্পের হাত ধরে। জল স্বপ্নের মাধ্যমে গ্রামে গ্রামে পৌঁছে যাবে পরিশুদ্ধ পানীয় জল। জেলার জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের সুদক্ষ অফিসার, কর্মচারীদের উদ্যোগে সেই প্রকল্প সম্পূর্ণ রূপায়ণের পথে।

মুর্শিদাবাদের সাগরদীঘির বালিয়ে অঞ্চলে ‘জল স্বপ্ন’ প্রকল্পের শিলান্যাস হয়ে গেল রবিবার। শিলান্যাস করলেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তর প্রতি মন্ত্রী, সাগরদীঘির বিধায়ক সুব্রত সাহা। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা জনস্বাস্থ্য কারী দপ্তরের সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার এন সঞ্জীব কুমার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আশুতোষ দাস, সাগরদীঘি ব্লকের বিডিও সুরজিত চ্যাটার্জী, সাগরদিঘী থানার ও সি সুমিত বিশ্বাস সহ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অন্যান্য আধিকারিকেরা। জলস্বপ্ন প্রকল্পের মাধ্যমে একটা বড় অংশে পানীয় জলের সমস্যা মিটবে, আশাবাদী মন্ত্রী।

জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের  সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার  এন সঞ্জীব কুমার জানান, জেলাজুড়ে সার্বিক সামাজিক উন্নয়নে নতুন উদাহরণ রচনা করছে জলস্বপ্ন। এই প্রকল্প রুপায়নে সমস্ত জটিলতা কাটিয়ে এগিয়ে চলেছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর।

লক্ষ্যমাত্রা রয়েছে লক্ষাধিক মানুষের মধ্যে আর্সেনিক মুক্ত পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ। অল্প পরিসর থেকে গোটা গ্রাম, ঘরে ঘরে আস্রেনিক মুক্ত জল পৌঁছে যাবে এবার।

বিগত তিন মাস ধরে জলস্বপ্ন প্রকল্প রুপায়নের কাজে শীর্ষ স্থানে রয়েছে মুর্শিদাবাদ জেলা। আগামী দিনেও এই ধারা বজায় রাখার অঙ্গীকার জন স্বাস্থ্য কারীগরি দপ্তরের।