এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

সাগরদিঘীতে গাড়িতে দেড় কোটির হেরোইন ! কোথায় হচ্ছিল পাচার ?

Published on: March 28, 2022

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ পুলিশের তল্লাশিতে গাড়িতে উদ্ধার হল ৩ কেজি আনপ্রসেসড হেরোইন।   বড়সড় সাফল্য পেল সাগরদীঘি থানা ও জঙ্গীপুর জেলা  পুলিশ । সোমবার জঙ্গীপুর পুলিশ জেলার পুলিশ সুপার Sp Jangipur  ডঃ ভোলানাথ পাণ্ডে Dr Bholanath Pnade  সাংবাদিক বৈঠক করে জানান,  গোপন সুত্রে খবর পেয়ে রবিবার সন্ধ্যায় সাগরদীঘির Sagardighi  আনুপুর মির্জাপুর ক্রসিংয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি গাড়ি আটক করে পুলিশ।

তল্লাশি চালিয়ে সেখান থেকে উদ্ধার হয় ৩ কেজি হেরোইন এবং নগদ কয়েক হাজার টাকা। সুত্রের খবর উদ্ধার হওয়া হেরোইনের অর্থমূল্য প্রায় দেড় কোটি টাকা।

ঘটনায় গ্রেফতার  করা হয় দুজনকে। ধৃত গোলাম মোস্তফা রঘুনাথগঞ্জের ইসলামপুর এবং লুটন সেখ সুতির নুরপুরের বাসিন্দা বলে পুলিশ সুত্রে খবর।  সোমবার ধৃত দুজনকে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে জঙ্গীপুর মহকুমা আদালতে পাঠান হয়।

এই ঘটনার সাথে আর কে কে জড়িত, কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল হেরোইন তা ধৃতদের কাছ থেকে জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের পূর্বের ক্রিমিনাল রেকর্ড রয়েছে বলে জানান পুলিশ আধিকারিকরা।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now