সাগরদিঘীতে করোনা চিকিৎসায় ১০০ বেড , চালু পাইপলাইনে অক্সিজেন

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ ২০মেঃ জেলায় বাড়ছে কোভিড ১৯ সংক্রমণ। বেড়ে চলা সংক্রমণ মোকাবিলা সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে বাড়ানো হল কোভিড বেডের সংখ্যা। আগে ৫০ টি বেডের কোভিড ওয়ার্ড ছিল। এবার সংখ্যা দ্বিগুণ করে ১০০ বেড বরাদ্দ হল কোভিড চিকিৎসার জন্য।

একই সাথী দীর্ঘদিন বিকল থাকার পর চালু হচ্ছে মেডিক্যাল গ্যাস পাইপ লাইন। পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেন পৌঁছে যাবে ইমার্জন্সি এবং কোভিড ওয়ার্ডে।

সাগিরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাঃ দিপালী মন্ডল জানান, নতুন ব্যবস্থায় সুবিধা হবে করোনার চিকিৎসায়।