মধ্যবঙ্গ নিউউজ ডেস্কঃ শুভেন্দুর সভার দিনেই সাগরদীঘিতে তৃণমূলের ভোটের প্রচারে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দোপাধ্যায় । জিট্টা ভাইয়েদের সাথে কার্তিকের সম্পর্কের অভিযোগ তুলেছে বিজেপি। এই বিষয়ে টুইটও করেছেন শুভেন্দু অধিকারী। তার মধ্যেই মঙ্গলবার সাগরদিঘির বালিয়া গ্রাম পঞ্চায়েতে
তৃণমূল প্রার্থী দেবাশীষ ব্যানার্জীর হয়ে প্রচারে এলেন রাজ্য তৃণমূল নেত কার্তিক বন্দোপাধ্যায় । এদিন বালিয়া গ্রাম পঞ্চায়েত তাকে সম্বর্ধনা জানাতে হাজির ছিলেন জেলা তৃণমূলের নেতা কর্মীরা। প্রচার শুরুর আগে দলীয় নেতৃত্বকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপরেই হুড খোলা গাড়িতে বিভিন্ন এলাকায় পথে প্রচার করেন কার্তিক বন্দোপাধ্যায়।
সাগরদিঘিতে প্রচারে মুখ্যমন্ত্রীর ভাই। কার্তিক বন্দোপাধ্যায় সারলেন রোড শো ।
Published on: February 14, 2023









