মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ সাগরদিঘির উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন দেবাশীষ ব্যানার্জি। বর্তমানে সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি। মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে ২৭ শে ফেব্রুয়ারী হবে উপনির্বাচন । প্রার্থী হিসেবে উঠে আসছিল একাধিক নাম। কখনো শোনা যাচ্ছিল প্রণব মুখার্জির পুত্র অভিজিৎ মুখার্জির নাম, কখনো প্রয়াত মন্ত্রীর পুত্র সপ্তর্ষির নাম। তবে সব জল্পনা দূরে সরিয়ে তৃণমূলের ব্লক সভাপতিকেই প্রার্থী হিসেবে বেছে নিল তৃণমূল কংগ্রেস।
দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ২৯শে ডিসেম্বর প্রয়াত হন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী , সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা। পরপর তিনবার তিনি এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে জয়ী হয়েছিলেন । নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৭ ফেব্রুয়ারি হবে সাগরদীঘি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহন। মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ ৭ ফেব্রুয়ারি। ৩১ জানুয়ারি হবে নির্বাচনের গেজেট নোটিফিকেশন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৭ ফেব্রুয়ারি। ২ মার্চ হবে ভোট গণনা।