ছেলেটার পায়ের তলায় সর্ষে। সর্ষে আসলে পায়ের তলায় না সাইকেলের চাকায় সেই ধন্ধেই লালগোলার মানুষ। এই ছেলেকে সবাই চেনে জোজো নামেই, আসল নাম প্রসেনজিৎ দাস; বাড়ি লালগোলার নেতাজি মোড়ে। লালগোলার ছেলে এবার সাইকেল নিয়ে রওনা দিল ভারত ভ্রমণে। এমনিতে সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো যেনো প্রসেনজিতের নেশা।
আগেও দার্জিলিং, দীঘা ঘুরে এসেছে সাইকেল নিয়ে। বন্ধুরাই বলছে, জোজোর কাছে মালদা, জিয়াগঞ্জ, জঙ্গিপুর, পলসন্ডা যেন পাড়ার মোড়ে চায়ের দোকানে যাওয়া। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গে ঘুরে শান্তি নেই জোজোর।
স্বপ্ন এখন কাশ্মীরের ডাল লেক দেখার, স্বপ্ন দিল্লির পুরোনো রাস্তায় সাইকেল চালানোর। সেই স্বপ্ন নিয়েই বুধবার লালগোলার বাড়ি থেকে রওনা দিল জোজো। তপবে নেহাত ভ্রমণ নয়। সাইকেলে ঘুরে পরিবেশ সচেতনতার বার্তা দিতে যায় প্রসেনজিৎ। তাই পথচলায় তার স্লোগান Save Nature Save Future ।