সহজ হলো চক্ষুদান, আই ব্যাঙ্ক চালু মুর্শিদাবাদ মেডিক্যালে Eye Bank in Murshidabad Hospital

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মুকুটে জুড়ল আরও একটি পালক। মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে দৃষ্টিহীনদের দৃষ্টি শক্তি ফেরাতে ‘আই ব্যাঙ্ক ‘ এর উদ্বোধন হল শুক্রবার। ওপিডি বিল্ডিং এ আই ব্যাঙ্কের উদ্বোধন করলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রিন্সিপ্যাল ডাঃ অমিত দান, এমএসভিপি ডাঃ এ কে বেরা, সিএমওএইচ ডাঃ সন্দীপ সান্যাল, উপস্থিত ছিলেন ডাঃ সুপ্রতীক চক্রবর্তী, ডাঃ রঞ্জন ভট্টাচার্য সহ চক্ষু বিভাগের ফ্যাকাল্টি।

আই ব্যাঙ্কের ফলে চোখ দানের প্রক্রিয়া আরও সহজ হয়ে গেল মুর্শিদাবাদে। এতদিন মৃত্যুর পর যারা চোখ দান করতেন, সেই কর্নিয়া বা আই বল সংগ্রহ করে কলকাতায় ‘রিজিওনাল ইন্সটিটিউট অফ অপথালমোলজি’ তে পাঠান হত।  তাতে লেগে যেত কয়েক ঘণ্টা। গুনগত মান নিয়েও নানান অসুবিধা দেখা দিত।

এখন থেকে যারা কর্নিয়া দেবেন সেই কর্নিয়া মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই সংগ্রহ করা হবে এবং এখানেই প্রতিস্থাপনও করা হবে। ফলে যারা অন্ধত্বের শিকার তারা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই কর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে আবার দৃষ্টিশক্তি ফিরে পাবেন।