সরকারি বিধি মানতে জেলায় পার্টি অফিস বন্ধ করল তৃণমূল

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ ১৫ মেঃ সরকারি বিধি  মেনে চলতে মুর্শিদাবাদ জেলায় সমস্ত পার্টি অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস।

শনিবার নবান্ন থেকে মুখ্যসচিব জানান,  রবিবার থেকে আরো কড়া বিধি লাগু হচ্ছে   পশ্চিমবঙ্গে। ৩০ মে পর্যন্ত চলবে লকডাউনের মতো ব্যবস্থা।

সমস্ত সরকারি, বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান  বন্ধ থাকবে। জরুরি পরিষেবা চালু। বন্ধ থাকবে সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক জমায়েত।

সরকারি নির্দেশের ফলপ্রসু করতেই মুর্শিদাবাদ জেলাজুড়ে দলীয় দপ্তর বন্ধ রাখার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস।

শনিবার তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি আবু তাহের খানের সই করা বিশেষ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধন্ত  জানানো হয়।  জানানো হয়, ১৫ মে থেকেই সরকারী লকডাউন মেনে চলার লক্ষ্যে জেলা ও ব্লক স্তরের সমস্ত দলীয় দপ্তর বন্ধ থাকবে। ৩০ মে পর্যন্ত বন্ধ থাকবে দলের সব দপ্তর।   জরুরী প্রয়োজনের জন্য মোবাইলের মাধ্যমে যোগাযোগ রাখা হবে। ২১ মে যে সভা ডাকা হয়েছিল, সেই সভাও বাতিল করেছে তৃণমূল কংগ্রেস।