সম্পূর্ণ লকডাউনে শুনশান রাস্তা – নিস্তব্ধতা বহরমপুর জুড়ে

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদন: হঠাৎ যেন থমকে গিয়েছে চারপাশ। নেই সেই কোলাহল, নেই সেই ভিড়, নেই কোন ব্যস্ততা। আজ বড়ই শান্ত এ শহর। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আজ প্রত্যেকেই ঘরবন্দি। দীর্ঘ লকডাউন কাটিয়ে ওঠার পর আনলক পর্যায়েও সাপ্তাহিক লকডাউন পশ্চিমবঙ্গে। চলতি মাসের দ্বিতীয় সাপ্তাহিক লকডাউন শুক্রবার। মুর্শিদাবাদ জেলায় বেড়ে চলা করোনা সংক্রমণ রুখতে সম্পূর্ণ তালাবন্দি নবাবী শহর বহরমপুর। শহর জুড়ে যেন এক নিস্তব্ধতা। তালা বন্ধ দোকান পাট, লোকজন নেই, খাঁ খাঁ করছে রাস্তা, অলি গলি। করোনা ভাইরাস এবং লকডাউন- এক ধাক্কায় যেন প্রানচঞ্চল শহরকে স্তব্ধ করে দিয়েছে। লকডাউনে যেহেতু জরুরি পরিষেবায় ছাড় রয়েছে- সেক্ষেত্রে এদিন জরুরি কাজেই কিছু মানুষকে রাস্তায় দেখা যায়।

অনেকেই আবার অকারনে বেরোন, তুলে ধরেন নানান অজুহাত। অনেকেই আবার ক্যামেরা মুখোমুখি হয়ে চরম অস্বস্তিতেও পড়লেন।

প্রত্যেকেই আমরা এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করে চলেছি। যে অদৃশ্য শক্তির নাম করোনা ভাইরাস। বিগত ক মাসে সেই শত্রুর কি ক্ষমতা- তা আমাদের সকলেরই জানা। সেই লড়াইয়ে জয়ী হতে- নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ।
শহর জুড়ে পুলিশের তৎপরতা থাকে। লকডাউন সফল করতে ধরপাকড়ও চলে।