সব ওয়ার্ডে প্রার্থী শুধু তৃণমূলেরই, প্রত্যাহারের পর মুর্শিদাবাদে ভোটে ৫২০ প্রার্থী

Published By: Madhyabanga News | Published On:

মুর্শিদাবাদে পৌরসভা নির্বাচনে সব ওয়ার্ডে প্রার্থী থাকল শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের। ৭ পৌরসভার ১৩৫ টি আসনের ১৩৫ টি তেই প্রার্থী দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রাথমিক ভাবে ৬৬০ টি মনোনয়ন জমা পড়েছিল জেলায়। অনেক প্রার্থীই একাধিক মনোনয়ন জমা করেছিলেন। স্ক্রুটিনি, প্রত্যাহারের পর দেখা যায় মুর্শিদাবাদ জেলায় ভোটে লড়বেন ৫২০  জন প্রার্থী। বহরমপুরে প্রার্থীর সংখ্যা শতাধিক। শধুমাত্র মুর্শিদাবাদ পৌরসভাতেই সব আসনে প্রার্থী দিয়েছে বিজেপি ও কংগ্রেস।

ধূলিয়ান পৌরসভার ২১ আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থী দিয়েছে ৭ আসনে। ১৬ টি আসনে প্রার্থী দিয়েছে বামফ্রন্ট। ১৯ আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। ২২ জন নির্দল প্রার্থী এবং ৬ জন অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী ভোটে লড়ছেন ধূলিয়ানে। মোট প্রার্থী ৯১।

জঙ্গিপুর পৌরসভারও ২১ আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। ১২ টি সিটে লড়ছে বিজেপি। ১৪   টি আসনে সিপিআই(এম) সহ বামফ্রন্ট , ১৫ টি আসনে কংগ্রেস প্রার্থী রয়েছে। অন্যান্য দলের প্রার্থী রয়েছে ৬ জন, ৩ জন নির্দল প্রার্থী ভোটে লড়বেন। মোট প্রার্থী ৭১।

কান্দিতে ১৮ টি ওয়ার্ডেই আছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। বিজেপি ১৭ টি, সিপিআই ৫, সিপিআই(এম) ৫, কংগ্রেস ১৭ আসনে ভোটে লড়বে। থাকছেন ১৭ জন নির্দল প্রার্থী। কান্দিতে মোট প্রার্থী ৭৯ জন।

মুর্শিদাবাদ পৌরসভায় ১৬ টি ওয়ার্ডেই লড়বে তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থী দিয়েছে ১৬ টি ওয়ার্ডেই। একমাত্র মুর্শিদাবাদ পৌরসভাতেই সব ওয়ার্ডে বিজেপি প্রার্থীরা লড়ছেন। এই পৌরসভায় সব ওয়ার্ডে প্রার্থী দিয়েছে কংগ্রেসও। সিপিআই(এম) ৭ টি, ফরওয়ার্ড ব্লক ৪ টি ওয়ার্ডে লড়ছে। এই পৌরসভায় আছেন ১২ জন নির্দল প্রার্থী। মোট প্রার্থী সংখ্যা ৭১।

জিয়াগঞ্জ আজিমগঞ্জে ১৭ ওয়ার্ডেই লড়বে তৃণমূল কংগ্রেস। বিজেপি ১৫ টি ওয়ার্ডে, সিপিআই(এম) ৮ টি ওয়ার্ডে, কংগ্রেস ১৪ টি ওয়ার্ডে, ফরওয়ার্ড ব্লক ১ টি ওয়ার্ডে ভোটে লড়বে। আছেন ৭ জন নির্দল প্রার্থী। মোট প্রার্থী সংখ্যা ৬২।

বেলডাঙার ১৪ টি ওয়ার্ডে লড়ছে তৃণমূল কংগ্রেস। ১০ টি ওয়ার্ডে লড়বে বিজেপি। সিপিআই(এম) ৪ টি, কংগ্রেস ৮ টি ওয়ার্ডে ভোটে লড়ছে। ৬ জন নির্দল প্রার্থী আছেন। মোট প্রার্থী ৪২।

বহরমপুর পৌরসভার ২৮ টি ওয়ার্ডে মোট প্রার্থী ১০৪ জন। তৃণমূল লড়ছে ২৮ টি ওয়ার্ডে, কংগ্রেস প্রার্থী রয়েছে ২৩  টি ওয়ার্ডে, ২৫ টি ওয়ার্ডে লড়ছে বিজেপি। ২১ টি ওয়ার্ডে লড়ছে বামেরাও। বহরমপুরে নির্দল প্রার্থীর সংখ্যা ৭ জন। বহরমপুরে মোট প্রার্থী সংখ্যা ১০৪।

মোট ৫২০ জন প্রার্থী ভোটে লড়ছেন। এর মধ্যে ১৩৫ জন তৃণমূল কংগ্রেস, ১০২ জন বিজেপি, ৬ জন সিপিআই, ৬৫ জন সিপিআই(এম), ১১২ জন কংগ্রেস, ৭ জন ফরওয়ার্ড ব্লক, ৭ জন আরএসপি’র প্রার্থী। ৭৪ জন নির্দল প্রার্থী ভোটে লড়বেন। অন্যান্য দলের ১২ প্রার্থীও লড়ছেন পৌরসভা ভোটে।