সত্যিই ১৫০’এর পথে পেট্রোলের দাম ? ক্ষোভ বাইক চালকদের

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ সেঞ্চুরির পর এবার আরেকটা  হাফ সেঞ্চুরির পথে পেট্রোলের দাম । দাম দাঁড়াবে ১৫০ তে ?  লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। রাজ্যে শেষ ৮ দিন পেট্রোলের দাম বেড়েছে ৫ টাকা ৮৫ পয়সা। ডিজেলে দাম বেড়েছে ৫ টাকা ৬৩ পয়সা। উত্তরপ্রদেশ সহ ৫  রাজ্যের ভোট মিটতেই পেট্রোল ডিজেলের দাম বাড়ায় পকেটে টান পড়ছে মধ্যবিত্তের।

রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক ধাক্কায় বেড়েছে ৫০ টাকা। পেট্রোল, ডিজেলের দাম বাড়ায় ফের দাম বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয় সমগ্রীর। নতুন আর্থিক বছর শুরু আগেই তাই বাড়ির বাজেট নিয়ে চাপে সকলে।

পেট্রোলের দাম দেখে বহরমপুরে পেট্রোল পাম্পে বাইক চালক মাধব মণ্ডলের প্রতিক্রিয়া, ” এভাবে দাম বাড়লে বাইক হাঁটিয়ে নিয়ে বাড়ি ফিরতে হবে”। পাশ থেকে বাজার ফেরত সুবীর মুখার্জির  টিপ্পনী, ” নতুন অর্থবর্ষে কতোদিনের মধ্যে পেট্রোলের দাম আরেকটা  হাফ সেঞ্চুরি করে ১৫০ হয়  এখন সেটাই দেখায়”।