সকালেও জীবনের মোবাইলের খোঁজে তল্লাশি সিবিআই’এর

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, কান্দিঃ  পুকুরে মোবাইল ফেলে দিয়েছেন  বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সেই মোবাইলের খোঁজে শনিবার ভোর থেকে জীবন সাহার বাড়ির পিছনের বাগান, পুকুরে ফের তল্লাশি শুরু করেছে সিবিআই। প্রায় ২১ ঘন্টা পাড় হয়ে গিয়েছে বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই হানার।  নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিধায়ককে  নজরবন্দি করে চলছে  ম্যারাথন জিজ্ঞাসাবাদ  । আজ  ভোর  ৪টে নাগাদ সিবিআইয়ের আরও একটি দল পৌঁছয় তৃণমূল বিধায়কের আন্দির  বাড়িতে। সিবিআই সূত্রে জানা গিয়েছে , গতকাল জিজ্ঞাসাবাদ চলাকালীন বিকেল ৫টা নাগাদ নিজের দুটি মোবাইল ফোন বাড়ির পুকুরে ফেলে দেন জীবনকৃষ্ণ সাহা । শ্যালো পাম্প এনে রাত সাড়ে ১০টা থেকে পুকুর ছেঁচে জোড়া ফোনের খোঁজে শুরু হয় তল্লাশি । সকালে আরও দুটি পাম্প এনে জল তোলার কাজ চলছে । বিধায়ককে নিয়ে গতকাল তাঁর বাড়ির আমবাগানেও তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা।

সিবিআই আধিকারিকদের ধারণা , বিধায়কের মোবাইলের সূত্র ধরেই উদ্ধার হতে পারে নিয়োগ দুর্নীতির জটিল রহস্য। নিয়োগ দুর্নীতিকান্ডে  কারা টাকা দিয়েছিলেন ? কেন টাকা দিয়েছিলেন ? টাকা  গিয়েছিল কোথায় ? সব দিক খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির র‍্যাকেট তৈরী করেছিলেন জীবন কৃষ্ণ সাহা। সেই র‍্যাকেটের সদস্যদের ফোন নম্বর রয়েছে ওই দুটি ফোনে। পাওয়া যেতে পারে কল রেকর্ড, ছবি, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। পুকুরে মেশিন বসিয়ে রাতেই শুরু হয়েছে জল তুলে ফেলার কাজ।