মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ এবছর ফটোগ্রাফিক সোসাইটি অফ মুর্শিদাবাদের ৬০ বছর পূর্তি। শুক্রবার বিশ্ব আলোকচিত্র দিবসে ডায়মন্ড জুবিলিকে সেলিব্রেশন করতে কর্মশালার আয়োজন করলো ওই সোসাইটি । ফটো তুলতে চায় সবাই। কারণ ছবি জীবনের মুহুর্তগুলিকে স্মরণ করে রাখে। আগে একটা ছবি তুলতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হত। এখন হাতে হাতে মোবাইল। ছবি তুলতে এখন আর ভাবতে হয় না। সেই ছবি তোলা অর্থাৎ ফটোগ্রাফি নিয়ে কর্মশালার আয়োজন করল ফটোগ্রাফিক সোসাইটি অফ মুর্শিদাবাদ। বহরমপুরে গোরাবাজারে কালেক্টরেট ক্লাবের কমিউনিটি হলে শুক্রবার দুপুরে এর উদ্বোধন করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরন দপ্তরের প্রতিমন্ত্রী ও সাগরদীঘির বিধায়ক সুব্রত সাহা। রবিবার পর্যন্ত এই কর্মশালা চলবে। অনুষ্ঠানে ছিলেন আয়োজক ওই সোসাইটির সাধারন সম্পাদক শিবুভূষণ দাস ছাড়াও ভোলানাথ গঙ্গোপাধ্যায়, পার্থসারাথি ধর সহ অন্যান্যরা। কর্মশালায় সুব্রত সাহা বলেন, ফটোগ্রাফিক সোসাইটি মুর্শিদাবাদ ৩ দিনের এই ফটো ফেস্টিভাল এর আয়োজন করে। শিবুভুষন দাস বলেন, ১৯৬২ সালে এই সোসাইটির জন্ম। ল্যাণ্ডস্কেপ, নেচার ও ম্যাক্রো ফটোগ্রাফির মতো বিষয় শেখানো হবে। দুই বছর করোনার জন্য অনুষ্ঠান হয়নি সেভাবে। ১৯ থেকে ২১ আগস্ট অবধি চলছে ফটো প্রদর্শনী, ওয়ার্কশপ।
ষাট বছরে Photographic Society of Murshidabad , বহরমপুরে ফটো ফেস্টিভাল
Published By: Madhyabanga News |
Published On: