শেষ হল ম্যারাথন তল্লাশি, সুতির বিড়ি কারখানায়

Published By: Madhyabanga News | Published On:

 

মধ্যবঙ্গ নিউজ ডেস্ক, সুতিঃ সুতি থানার ঔরঙ্গাবাদে ‘পতাকা বিড়ি’র মূল কার্যালয়ে আয়কর দফতরের তল্লাশি ২৮ ঘণ্টা পড়ে শেষ হল। বুধবার সকাল সাড়ে ৭টায় ওই বিড়ি কারখানায় হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। সূত্রের দাবি রাতভর চলে এই তল্লাশি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত তল্লাশি অব্যাহত ছিল বলে জানা গেছে স্থানীয় সূত্রে। এর কিছুক্ষণ পরে কার্যালয়ের ভিতর থেকে ৬টি গাড়ির কনভয় বেড়িয়ে যায়।

তখনও কার্যালয়ের ঘরে বাইরে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। ওই বিড়ি কারখানায় আয়কর দফতরের আচমকা হানায় এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। যদিও পতাকা বিড়ি কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ঘটনা নিয়ে তাদের কোন প্রতিক্রিয়া জানানো হয়নি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত। তবে সাগরদিঘির উপনির্বাচনের আগে জেলার তাবড় বিড়ি কারখানায় আয়কর হানা নিয়ে রাজনৈতিক মহলেও উত্তেজনা চরমে পৌঁছেছে।