শেরপুর – জীবন্তী রাস্তায় সমস্ত যান চলাচলের দাবীতে অবরোধ বিক্ষোভ

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদন: রাস্তা তুমি কার? রাস্তা মেরামতি সত্ত্বেও রাস্তা কেন বন্ধ? প্ল্যাকার্ড হাতে এই প্রশ্নের উত্তর জানতে রাস্তা অবরোধ বিক্ষোভ মুর্শিদাবাদের খড়গ্রামে। বৃহস্পতিবার সকাল থেকে খড়গ্রামের শেরপুর মোড়ে রাস্তা অবরোধ বিক্ষোভ জনসাধারনের। দাবি একটাই- রাস্তা দিয়ে সমস্ত যানবাহন চলাচলের অনুমতি দিতে হবে। অবরোধ বিক্ষোভের জেরে তিব্র যানজটের সৃষ্টি হয়। অভিযোগ, শেরপুর থেকে বহরমপুর ভায়া গাতলা- এই রুটে শেরপুর থেকে জিবন্তি অব্ধি মোট ৯ কিমি রাস্তায় বড় গাড়ি চলাচল বন্ধ রয়েছে। বহু দিন ধরে রাস্তার বেহাল দশার কারনে, দ্রুত রাস্তা মেরামতির দাবীতে একাধিকবার জেলা প্রশাসনের দরবারেও যান ডাম্পার মালিক, মালবাহী গাড়ি মালিক, চালক, খালাসি, শ্রমিক এবং জন সাধারন। নিজেদের উদ্যোগেই নিজেদের মধ্যে চাঁদা তুলে ৮২ লক্ষ টাকা খরচ করে রাস্তা সারাইয়ের কাজও করা হয়। যে কাজ মাস দেড়েক আগে শেষ হয়, যদিও তারপরেও প্রশাসনের প্রতিশ্রুতি পুরন হয়নি এবং রাস্তায় যান চলাচল বন্ধই রয়েছে। যা নিয়েই ক্ষোভে ফেটে পরেন সকলেই।

অভিযোগ, এই রাস্তা দুর্ভোগের জেরে ঘুরপথে যেতে সময় লাগছে অনেকটা, বাড়ছে খরচও। রণগ্রাম ব্রিজ বন্ধ থাকায়, শেরপুর থেকে জিবন্তি রাস্তায় সমস্ত মালবাহী গাড়ি অবিলম্বে চালুর দাবি জানানো হয়।

সকাল ১০ টা থেকে অবরোধ চলে কয়েক ঘণ্টা। ঘটনাস্থলে পুলিশ আসে। অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ তোলার আবেদন জানানো হয়।