বুধবার সকালেই শুরু হল মুর্শিদাবাদের ৭ পৌরসভার ভোট গণনা। ২৭ তারিখ হয় ভোট। মঙ্গলবার গণনাকেন্দ্রের বাইরে ছিল এজেন্ট, প্রার্থীদের লম্বা লাইন। সকাল ৮ টায় শুরু হয় ভোট গণনা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কিছুক্ষণেই সামনে আসবে ফলাফলের ট্রেন্ড।
সব পৌরসভায় জয় নিয়ে আশাবাদী তৃণমূল কংগ্রেস। ভোট লুটের অভিযোগ তুলছে বিরোধীরা। সকালের ট্রেন্ডেই দেখা গিয়েছে এগিয়ে তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদ পৌরসভায় দুই ওয়ার্ডে এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা । কান্দির দুটি ওয়ার্ডেও এগিয়ে তৃণমূল।