এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

শুধু সিপিএম নয়, মে দিবসে রাস্তায় মন্ত্রী আখরুজ্জামান

Published on: May 1, 2022

রাস্তায় নেমে পতাকা তুলে ১ মে শ্রমিক দিবস পালন করছে বামেরা। এই ছবি দেখতেই অভ্যস্ত সকলে। কিছুটা চমক দিয়ে শ্রমিক দিবসে রাস্তায় নামলেন রাজ্যের মন্ত্রীও।  ১লা মে সকালে  আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করে  রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক INTTUC।  তেঘরি রামপুরা মোড় এলাকায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই  অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান। শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হয় অনুষ্ঠানে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ বজলুর রহমান সহ আই এন টি টি ইউ সি নেতৃত্ব।

তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশেই শ্রমিক দিবস পালন করছেন তারা। মুর্শিদাবাদে প্রথা মাফিক মে দিবস পালন করছে সিপিএম। এদিন সকালে বহরমপুরের দলের জেলা দপ্তরে লাল  পতাকা উত্তোলন করে মে দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন সিপিএম নেতা নৃপেন চৌধুরী, জামির মোল্লা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now