শুক্রবার বহরমপুরে ত্রিমুখি লড়াইয়ে আইনজীবীরা

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ বহরমপুর বার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় ঐক্যমত না হওয়ায় আগামী কাল শুক্রবার ভোটাভুটির মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হবেন । তিনজনের নির্বাচন কমিশন গঠিত ।   নির্বাচন পরিচালনা করবে ওই কমিশন । বহরমপুর বার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে সভাপতি পদে তিন জন, সহ সভাপতি পদে তিনজন এবং সম্পাদক পদে চার জন প্রতিদ্বন্দ্বিতা করছেন । এই নির্বাচন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েনও। এবারের নির্বাচনে সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ হওয়ায় আইনজীবিদের একাংশ তাঁদের ক্ষোভ চেপে রাখতে পারেননি।

বহরমপুর বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে মুর্শিদাবাদ বহরমপুর জেলা তৃণমূল সভানেত্রী শাওনি সিংহ রায় এপিপি দেবাশীষ রায়কে সভাপতি হিসাবে সমর্থন জানিয়ে  লিখিত ভাবে দলীয় প্যাডে সার্কুলার জারি করেছেন।  তবে  দেবাশীষ বাবু জানিয়েছেন তিনি সভাপতি নয় সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন । শুক্রবার সকাল ১০ টা থেকে থেকে শুরু হবে নির্বাচন, তাঁর আগে আইনজীবী মহলের পাশাপাশি রাজনৈতিক মহলেও রয়েছে টান টান উত্তেজনা।