শীতের বাগান সাজবে ফুলে, নার্সারিতে জমছে ভিড়

Published By: Madhyabanga News | Published On:

বেদান্ত চট্টোপাধ্যায়ঃ  শীতকাল মানেই বাহারি ফুলের বাহার। গাছে গাছে রং বেরঙের ফুল- শীতের শোভা বাড়িয়ে তোলে। শীতের মরশুমের আগেই শহর বহরমপুরের নার্সারিতে ভিড় বাড়ছে গাছ প্রেমীদের। শহরের ছোট বড় নার্সারিগুলিতে ঢুঁ মারছেন  ফুল প্রেমীরা।  পছন্দসই ফুলের গাছ কিনছেন অনেকেই ।

বহরমপুরে নার্সারিতে চলছে প্রস্তুতি

বিভিন্ন ধরনের গাঁদা থেকে শুরু করে  গোলাপ, পিটুনিয়া, চন্দ্রমল্লিকা শীতের ফুলের গাছের চাহিদায় রয়েছে বহু ফুলগাছ।মরসুমি ফুল গাছ গুলির মধ্যে যে ফুল গুলি বরাবরই সকলের বাড়ির শোভা বাড়ায় সেগুলি হলো ডালিয়া,ইমপ্রেসন, পমপম, চন্দ্রমল্লিকা, বাহারী চন্দ্র মল্লিকা, গাঁদার বিভিন্ন জাত, পিটুনিয়া, প্যাঞ্জি, ক্যালেন্দুলা, ডায়ান্থার, গ্যাজেনিয়া, মালোবা, এডনিয়াম আরও বিভিন্ন রকমের গাছ |

যারা নিয়মিত গাছের চর্চা করেন তারা অনেক আগে থেকেই  গাছ লাগানোর বিভিন্ন কাজ শুরু করে দিয়েছেন | গাছের কিভাবে যত্ন নেওয়া হবে নার্সারিতে জানতে চাওয়া হলে জানায়, মাটির সাথে সামান্য ভার্মি কম্পোস্ট, গোবর সার মিশিয়ে মাটি তৈরী করতে হবে | তারপর গাছ লাগানোর পর্ব  |  গাছ তৈরী হয়ে গেলে আবার বিভিন্ন জৈব সার দিয়ে গাছের যত্ন নিতে হবে এমনটাই জানান ফুল গাছ বিক্রেতারা | শীতের রং বেরঙের ফুলে নিজের বাগান বা ঘর সাজিয়ে তুলতে চাহিদা বাড়ছে মানুষের |