এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

শিশুদের কোভিড ভ্যাকসিন সেপ্টেম্বরে, জানালেন AIIMS প্রধান

Published on: July 24, 2021

শিশুদের জন্য কোভিড ভ্যাকসিন চালু হতে পারে সেপ্টেম্বর মাসেই। এক ইন্টারভিউতে জানালেন AIIMS প্রধান  ডাঃ রাজদীপ গুলেরিয়া Randeep Guleria। তিনি জানান, সংক্রমণ রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে শিশুদের টীকা করণ।

 

তিনি জানান Zydus, Bharat Biotech এর মতো কোম্পানীগুলি শিশুদের টীকা নিয়ে কাজ করছে, পরীক্ষা চালাচ্ছে। আগস্টের দিকে শেষ হবে এই পরীক্ষা।  FDA এর অনুমতি পেয়েছে Pfizer সংস্থার ভ্যাকসিন। সেপ্টেম্বরেই শুরু করা যাবে শিশুদের কোভিডের  টীকা দেওয়ার কাজ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now