এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

শিল্পের হাট, কলাইয়ের রুটি আর কী আছে বহরমপুর রবীন্দ্রসদনে মুর্শিদাবাদ কনক্লেভে ?

Published on: December 31, 2021

বহরমপুর রবীন্দ্রসদন চত্বরে উঠে এসেছে যেন একটা গ্রাম। তাঁত নিয়ে বসেছেন হরিহরপাড়ার তরতিপুরের শিল্পীরা। বুনছেন গামছা। এই তরতিপুরের গামছাই রাজ্যজুড়ে বেলডাঙ্গার গামছা নামে বিক্রি হয়। পাশেই মাটির পুতুল থেকে ঘর সাজানোর বিভিন্ন উপকরণ নিয়ে বসেছেন কর্ণসুবর্ণ লাগোয়া কাঁঠালিয়ার শিল্পীরা। পাশেই দেখা যাবে  এগলেই পাটের পুতুল বানাচ্ছে জীবন্তীর এক শিল্পী। এতো গেল মুর্শিদাবাদ স্পেশাল হাতের কাজ। এর সাথেই একই চত্বরে গরম গরম কলাইয়ের রুটি তৈরি করছেন গ্রামের মহিলারা। পাশেই ফুডকোর্টে পাওয়া যাচ্ছে হরেক স্বাদের কাবাব, বিরিয়ানি। সব নিয়ে জমজমাট বহরমপুর রবীন্দ্রসদনে মুর্শিদাবাদ কনক্লেভ।

৩০ তারিখ শুরু হওয়া কনক্লেভ চলবে ১ জানুয়ারি পর্যন্ত। ৩১ ডিসেম্বর বছরের শেষদিন সন্ধ্যে থেকেই বহরমপুর রবীন্দ্রসদনের মুক্তমঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন গোরভাঙ্গার লোকশিল্পীরা, থাকছেন গায়ক চিকিৎসক অনির্বাণ দত্তও ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now