প্রশান্ত শর্মাঃবহরমপুরঃ ২৮ নভেম্বরঃ শিল্পীরা করোনা ছড়ায় । তাই মঞ্চের দখল নিয়েছেন নেতার । আক্ষেপ বহরমপুর শহরের এক সাংস্কৃতিক কর্মীর।
অতিমারির দাপটে কোনঠাসা শিল্পীরা । বন্ধ নাট্যউৎসব,ছবির প্রদর্শনী। বহরমপুর শহরের একমাত্র থিয়াটারের হল রবীন্দ্রসদনেও নিভেই আছে মঞ্চের আলো। শুধু নাটকের জন্যই নয়; সরকারি ভাবে কোন সরকম সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য ভাড়া দেওয়া হচ্ছে না রবীন্দ্রসদন।
কিন্তু বন্ধ নেই রাজনৈতিক দলের সভা। নভেম্বরের শেষ শনিবারও বহরমপুর রবীন্দ্রসদনে হল শাসক দলের কর্মীদের সভা। মঞ্চ আলো করে বসলেন নেতা মন্ত্রীরা।
কিন্তু মঞ্চই যাঁদের দাঁড়ানোর একমাত্র জায়গা, ব্রাত্য কেন তারা ? উঠছে প্রশ্ন।
সেই প্রশ্ন তুলেই এই আক্ষেপ বহরমপুর শহরের তরুণ এক চিত্রশিল্পীর।
মঞ্চ তো শুধু বিনোদনের জন্য নয়। মঞ্চের উপরে নির্ভর করে পেট চলে অনেকের। শিল্পের জন্য নিবেদিত অনেক শিল্পীরই অভিনয়, আলো –শব্দের কাজ, মঞ্চ সজ্জাই মূল জীবিকা। অতিমারির কারণে রবীন্দ্রসদনে নাটকের শো বন্ধ হয়ে যাওয়ায় রোজগার বন্ধ তাদেরও। কী খাচ্ছেন, কীভাবে বেঁচে আছেন; দেখার নেই কেউ।
রাজনৈতিক দলের সভা, সমাবেশ, মিটিং মিছিল যখন সবই হচ্ছে; নাটক মঞ্চস্থ করারও অনুমতি দেওয়া হোক, দাবি জেলার থিয়েটার কর্মীদের।
তবে। মিটিং মিছিলের স্লোগান শোরগোল ছাপিয়ে সরকারের কানে শিল্পীদের আর্তি পৌঁছাবে তো ?
শিল্পীরা করোনা ছড়ায়, মঞ্চের দখল নেতাদের
Published By: Madhyabanga News |
Published On: