শিয়ালদহ লালগোলা শাখায় ঈদ স্পেশাল ট্রেন। রাত ৯ টা ৩৮ এ শিয়ালদহ থেকে ছাড়বে

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ ওয়েব ডেস্কঃ  দরজায় কড়া নাড়ছে ঈদ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদের ছুটিতে ঘরে ফিরবেন মুর্শিদাবাদ জেলার মানুষ । সেই জন্যই শিয়ালদহ লালগোলা লাইনে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। একদিকে কাঠফাটা গরম আর অন্যদিকে স্টেশনে মানুষের ঢল। সব মিলিয়ে প্রচন্ড ব্যস্ততার ছবি দেখা গেল বহরমপুর কোর্ট স্টেশনে।  শনিবার অর্থাৎ ২২ এপ্রিলই হতে পারে ঈদ। তার আগে তরিঘড়ি ঘরে ফিরছেন মানুষ। ঈদের কথা মাথায় রেখেই শিয়ালদহ – লালগোলা শাখায় ঈদ স্পেশাল মেমু ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে  ভারতীয় রেলওয়ের পূর্ব শাখা। ঈদ স্পেশাল এই অতিরিক্ত ট্রেন শিয়ালদা থেকে ২১ এপ্রিল শুক্রবার ও ২২ এপ্রিল শনিবার ছাড়বে রাত ৯ টা বেজে ৩৮ মিনিটে। রাত ১১ টা বেজে ৭ মিনিটে রানাঘাট ও ১১ টা বেজে ৫৫ মিনিটে কৃষ্ণনগর হয়ে বহরমপুরে পৌঁছাবে রাত ১ টা বেজে ৩৫ মিনিটে। শেষ স্টেশন কৃষ্ণপুরে পৌঁছাবে পৌঁছাবে রাত ২ টো বেজে ৩৫ মিনিটে। এছাড়াও ঈদের কথা মাথায় রেখেই যাত্রীদের চাপ খানিকটা সামাল দেবার জন্য ২০ শে এপ্রিল থেকে ২৪ শে এপ্রিল পর্যন্ত শিয়ালদা – লালগোলা রেলরুটের মেমু ট্রেনগুলিতে একটি করে কোচ সংখ্যাও বাড়ানো হবে।