শিক্ষারত্ন সম্মানে সম্মানিত মুর্শিদাবাদের তিন বিশিষ্ট শিক্ষক

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিনিধি বহরমপুর- ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে মুর্শিদাবাদ জেলার তিন বিশিষ্ট শিক্ষক এবছর শিক্ষারত্ন সম্মানে সম্মানিত হলেন। রুকুনপুর হাই স্কুলের সহকারী শিক্ষক- কিশোর কুমার দাস, বালিয়া পি এন সিং হাই স্কুলের প্রধান শিক্ষক গৌতম কুমার চট্টোপাধ্যায় এবং আছড়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক- পুষ্পক পাল।করোনা আবহে এবছর রাজ্য সরকারের তরফে শিক্ষারত্ন এবং সেরা বিদ্যালয় পুরষ্কার, এর আয়োজনে কিছু পরিবর্তন এসেছে। বড়সড় কোন জমায়েত নয়, জেলায় জেলায় প্রশাসনের তরফে সেই সম্মাননা জানানো হয় শিক্ষকদের। জেলা প্রশাসন মারফৎ বিশেষ সম্বর্ধনা এবং স্মারক তাদের হাতে তুলে দেওয়া হয়। ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অভিভাবকদের মতোই। শিক্ষক দিবস এই বিশেষ সম্মাননা পেয়ে খুশি নবগ্রাম সার্কেলের আছড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুষ্পক পাল। বহরমপুরের বাসিন্দা, প্রায় ২৪ বছর ধরে শিক্ষকতা করছেন।শিক্ষকতার পাশাপাশি তিনি জনবিজ্ঞান আন্দোননের সাথেও যুক্ত রয়েছেন। ছাত্রছাত্রীদের হাতে কলমে বিজ্ঞান শিক্ষার অন্যতম বিশিষ্ট শিক্ষক। ‌ অবসর সময়ে করেন লেখালেখি। স্বীকৃতি পেয়ে ভালো লাগার সাথে সাথে দায়িত্ব বাড়ল, বলছেন তিনি। প্রায় ২৬ বছর ধরে শিক্ষকতা করছেন রুকুনপুর হাই স্কুলের সহকারি শিক্ষক কিশোর কুমার দাস। সমাজের জন্য শিক্ষার জন্য কিছু করার চেষ্টা করে চলেন সব সময়। বই পড়া তাঁর হবি। ছাত্র ছাত্রীরা তাঁর কাছে সন্তান। শিক্ষকদের জন্য উৎসর্গিত এই দিবসে বিশেষ সম্মানা পেয়ে তিনি আপ্লুত।