এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

শিক্ষক হয়ে একী কান্ড ! হেডস্যার আশিষ তেওয়ারিকে জঙ্গিপুর কোর্টে তুলল সিআইডি

Published on: February 20, 2023

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  নিয়োগ দুর্নীতিতে ধৃত সুতির গোঠা এ আর হাইস্কুলের প্রধান শিক্ষককে ফের জঙ্গিপুর কোর্টে পেশ করল  সিআইডি। অন্যের  ডকুমেন্ট জাল করে নিজের ছেলেকে নিজের স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে গত ১৩ই ফেব্রুয়ারি কলকাতায় ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের সময় গ্রেপ্তার করা সুতির গোঠা এ আর হাইস্কুলের প্রধান শিক্ষক আশিষ তেওয়ারিকে । এরপর গত মঙ্গলবার ধৃতকে জঙ্গিপুর কোর্টে তোলার পর নিজেদের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালায় সিআইডি। গত বৃহস্পতিবার আশিষ তেওয়ারিকে নিয়ে তাঁর সুতির বাড়িতে তল্লাশি চালায় সিআইডি । বাড়ি থেকে উদ্ধার হয় বহু নথি ও ল্যাপটপ। এরপর তাঁকে নিয়ে স্কুলেও যায় সিআইডি। সোমবার সকালে মুর্সিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার  শারীরিক পরীক্ষার পর জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় সিআইডি।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now