৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে বহরমপুর কৃষ্ণমাটি দেশবন্ধু যুব কম্পিউটার সেন্টারে অভিনব পদ্ধতিতে পালন হল শিক্ষক দিবস । উপস্থিত ছিলেন কম্পিউটার সেন্টারের কর্ণধার ও প্রধান প্রশিক্ষক সৌমিত পাল, এলাকার প্রধান রাজা দাস,ক্লাবের প্রেসিডেন্ট সহ আর অন্যান্যরা ।
কোভি পরিস্থিতির জন্য এবছর কোন ছাত্র কে ডাকা হইনি, ক্লাবের কয়েকজনই উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের শুরু তে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান এর প্রতিক্রিতিতে মাল্যদান করা হয় । তারপর গাছ লাগানোর কর্মসূচী পালন হয়। কম্পিউটার সেন্টারের প্রধান প্রশিক্ষক সৌমিত পাল জানান “ বরতমান সভ্যতায় যন্ত্রের জারিজুরি যেমন জানা প্রয়োজন তেমনি গাছ লাগা্নটাও জরুরি । বর্তমান প্রজন্ম কে সচেতন করার উদ্দেশেই এইভাবনা”।