শিক্ষকের অভাব, তিন দিন করে ক্লাস ইলেভেন টুয়েলভের

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ স্কুলে শিক্ষকের অভাবে এবার কোপ পড়ল একাদশ ও দ্বাদশ শ্রেনীর ক্লাসে। ফারাক্কার প্রত্যন্ত এলাকায় রয়েছে অর্জুনপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয় । এখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেনীর পড়ুয়া সংখ্যা ৮ হাজারের উপরে। আগে যেখানে স্কুলে শিক্ষক সংখ্যা ছিল প্রায় ১০৩ জন। উৎসশ্রী পকল্পের ফলে স্কুল থেকে চলে গিয়েছে অনেক শিক্ষক শিক্ষিকা। বর্তমানে স্কুলে রয়েছেন প্রায় ৬২ জন শিক্ষক শিক্ষিকা।

এতো বড় স্কুলে পঠন পাঠন চালাতে হিমসিম খেতে হচ্ছে বিদ্যালয় কতৃপক্ষকে। বিদ্যালয়ে একাদশ শ্রেনীতে রয়েছে ৬০০ জন এবং দ্বাদশ শ্রেনিতে রয়েছে ৭২০ জন পড়ুয়া। ১৩২০ জন পড়ুয়ার ক্লাস চালাতে পর্যান্ত শিক্ষক না থাকায় এবার নোটিশ টাঙিয়ে সপ্তাহে তিন দিন করে ক্লাসের নির্দেশ দিল অর্জুনপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয় কতৃপক্ষ। মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার ক্লাস হবে একাদশের এবং সোমবার বুধবার ও শুক্রবার ক্লাস হবে দ্বাদশ শ্রেনীর। সপ্তাহখানেক আগে স্কুলের অ্যাকাডেমিক কাউন্সিল মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি স্কুল কতৃপক্ষের। সপ্তাহে তিনদিন ক্লাস হওয়ায় চরম বিপাকে পড়েছে স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেনীর পড়ুয়ারা। অবিলম্বে স্কুলে শিক্ষক নিয়োগের দাবি তুলেছেন পড়ুয়ারা।