শাওনির উস্কানিতে হামলা, অভিযোগ কর্মাধ্যক্ষের; অস্বীকার করলেন তৃণমূল জেলা সভানেত্রী

Published By: Madhyabanga News | Published On:

তৃণমূল কংগ্রেসের সভা থেকেই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বাড়িতে হামলার অভিযোগ উঠল মুর্শিদাবাদে।  মুর্শিদাবাদ জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ বিজলা বিবির অভিযোগ করেছনে ,  শাওনি সিংহ রায় থাকাকালীন তার  বাড়িতে হামলা চালানো হয়।  মুর্শিদাবাদের ডাঙ্গাপাড়ায় শনিবার দুপুরেই সভা করেন  তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী শাওনি সিংহ রায়। সভা শেষে ওই কর্মাধ্যক্ষের বাড়িতে ভাংচুর করা হয় বলে অভিযোগ।

কর্মাধক্ষ্যের স্বামী, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি সাজু মন্ডলের গাড়ি ভাংচুরেরও অভিযোগ উঠেছে। কেন হামলা ? ওই নেত্রীর দাবি, পুরোনো তৃণমূল কংগ্রেস কর্মী তারা। কংগ্রেস থেকে তৃণমূলে আসা শাওনি সিংহ রায়ের সাথে বিবাদ দীর্ঘদিনের। সেই বিবাদের জেরেই হামলা করা হয়।
তাঁর দাবি, নির্বাচনের সময়ও হেনস্থা করে হয়েছিল।
শাওনি সিং রায় অবশ্য বাড়ি ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পালটা দাবি, বিগত দিনে যারা অঞ্চলের নেতৃত্ব দিতেন তারা মাফিয়াগিরি চালিয়ে গিয়েছে।
শাওনি এদিন কার্যত অভিযোগ আঙুল তোলেন কর্মাধ্যক্ষের স্বামী, তৃণমূল কংগ্রেস নেতা সাজু মন্ডলের দিকে।
শাওনি বলেন, “ কারো বাড়ি ভেঙেছে বলে আমার কাছে কোন খবর নেই। পুলিশ পুলিশের কাজ করছে”।
ঘটনায় সামনে আসছে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক এলাকায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দলের ছবি। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, মুর্শিদাবাদ আসনে নির্বাচনে প্রার্থী হিসেবে শাওনির নাম ঘোষণা হতেই বিরোধিতায় পথে নেমেছিলেন এলাকার নেতা কর্মীরা। নির্বাচনে এই আসনে হারেন শাওনি। জেলা সভাপতি হিসেবে ক্ষমতা পাওয়ার পরেই এলাকায় শাওনি ঘনিষ্ঠদের বেড়েছে প্রভাব।
তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে এলাকার দখল নিয়ে দ্বন্দ্বকেই ডাঙ্গাপাড়ার ঘটনার কারণ হিসেবে দেখছেন দলের নেতা কর্মীরা।